প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। চট্টগ্রামে বসবাসকারী চাঁদপুরের বাসিন্দাদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ অবস্থিত হাতেখড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।
সংগঠনের আহ্বায়ক সাহাবউদ্দিন মজুমদার এবং সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, মো. মহিউদ্দিন আহমেদ আমিন, সাংবাদিক মো. সাইফুল আলম, হুমায়ুন কবির, জাকির হোসেন পাটওয়ারীসহ ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।