আহ্বায়ক আমিনুর রহমান বাবুল, সদস্য সচিব নাজমুল পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর কিতাব উদ্দিন জামে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ জুলাই আমিনুর রহমান বাবুলকে আহ্বায়ক ও নাজমুল আলম পাটওয়ারীকে সদস্য সচিব করে মসজিদের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে মসজিদ কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, অনেক বছর পর এ মসজিদের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন কারণে এই মসজিদের সংস্কার কাজ থেমে ছিলো, যার দরুণ মসজিদে নামাজ পরতে আসা মুসল্লিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু অচিরেই মসজিদের নতুন বিল্ডিং করা হবে। এজন্য মুসল্লিদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ অ্যাড. ফজলুল হক সরকারের সমন্বয়ে কিতাব উদ্দিন জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য সচিব নাজমুল আলম পাটওয়ারী, সদস্য অ্যাড. মো. আব্দুর রহমান, মো. জিতু মিয়া বেপারী, গোলাম কিবরিয়া জীবন, মো. খায়রুল আলম, সাব্বির হোসেন মন্টু দেওয়ান ও মো. আনোয়ার হোসেন।
৯ জুলাই, ২০১৯।