স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল বাশার কালু পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর মার্কেটে (সাবেক টাউন হল) দলীয় অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা শাহীর হোসেন পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খান, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফারজানা রুমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সদর উপজেলার বালিয়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. ত্বোহা। এসময় জেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।