চাঁদপুর জেলা আ.লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন


শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগের স্থায়ী ঠিকানা হয়েছে
…..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আজ আমাদের আনন্দের দিন। জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় ছিলো না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আমাদের স্থায়ী ঠিকানা হয়েছে। এই ঠিকানা আজ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এই জায়গাটি অনেক পবিত্র জায়গা। আমরা জাতির জনক ও শেখ হাসিনার জন্য কাজ করবো। এমন কোন কাজ এই কার্যালয়ে করা যাবে না যাতে করে দলের কোন ক্ষতি হয়। বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নব-নির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, সব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাজ করতে হবে। চাঁদপুরে অনেক দুষ্কৃতকারী আছে। তারা যেন আওয়ামী লীগের প্রশ্রয় ও আশ্রয় না পায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের তালতলা করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

০২ অক্টোবর, ২০১৯।