চাঁদপুর জেলা আ.লীগের সাবেক উপদেষ্টা হুমায়ুন কবির চেয়ারম্যানের ৯ম মৃত্যুবার্ষিকী পালন


স্টাফ রিপোর্টার
‘৫২-এর ভাষা আন্দোলন ও ‘৭১ এর মুক্তিযুদ্ধের সংগঠক, অস্প্রদায়িক প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বসম্পন্ন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের সাবেক চেয়ারম্যান, ফোকাস বাংলা নিউজের কর্ণধার ইয়াসিন কবির জয়ের বাবা মরহুম হুমায়ুন কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বাবুরহাটস্থ বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা ও আত্মার মাগফেরাত কামনায় মিলাদের আয়োজন করা হয়।
মরহুম হুমায়ুন কবিরের জীবনের আলোকপাত করে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকমল কর রামু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হোসেন শেখ, মো. ফারুক মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী গাজী ভবু, আওয়ামী লীগ নেতা আলহাজ আ. কাদের, আবু তাহের মাল, শেখ তাফাজ্জল, মো. রফিকুল ইসলাম গাজী, আবুল হোসেন, মো. সুলতান বেপারী প্রমুখ।
মরহুম হুমায়ুন কবির সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. আবু বকর সিদ্দীক। স্মরণ সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাংস্কৃতিক সম্পাদক ও সংবাদকর্মী পলাশ কুমার দে।
উল্লেখ্য, মরহুম হুমায়ুন কবির ২০১১ সালের ৮ জানুয়ারি ঢাকাস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন।