চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সজীব খান
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা তখনই সফল হবে, যখন সভার সব প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে। সরকারের সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। যারা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, অনেকগুলো সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। সে সিদ্ধান্তগুলো আগামীতে বাস্তবায়নের জন্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি ডিপার্টমেন্ট যার যে কাজ নিয়ে আলোচনা হয়েছে। তারা সেসব কাজ সঠিকভাবে করলে উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে। যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদের কাজের মাধ্যমে চাঁদপুরবাসীর যেন উপকার হয়। উন্নয়ন হয় এই মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি সবাইকে অনুরোধ।
তিনি বলেন, সবকিছু বুঝে পরিকল্পনা করে এগুতে হবে। অবাস্তব পরিকল্পনা করে কোন লাভ হবে না। এজন্য আমাদের বাস্তব সম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। চাঁদপুর সড়ক বিভাগের অধীনে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করার প্রয়োজন রয়েছে। সড়ক বিভাগের উপর যে অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
এসময় সরকারে সব দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

১৬ অক্টোবর, ২০২৩।