প্রেসক্লাব হলো মানুষের আস্থা ও বিশ্বাসের স্থান

জনাকীর্ণ সাংবাদিক সমাবেশের দ্বিতীয় অধিবেশনে আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সাংবাদিক সমাবেশের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাব উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক বান্ধব আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
গত শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত জেলা, উপজেলা ও পৌর এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ওচমান গনি পাটওয়ারী বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, এই পেশায় দায়িত্বপালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের জীবনের ঝুঁকির মুখে পড়তে হয়। তারপরও তারা সত্য প্রকাশে পিছিয়ে থাকেন না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সমাজের অসংগতি দূরীকরণে সাংবাদিকদেরকেই এগিয়ে আসতে হবে। সংবাদ প্রকাশ করতে গিয়ে কে কী বলল, তা ভাবলে কিন্তু মানুষ সত্য জানা থেকে বঞ্চিত হবে। এতে করে সমাজ হবে ক্ষতিগ্রস্ত।
তিনি আরো বলেন, আমি কিন্তু সাংবাদিক নই। তারপরও সাংবাদিকদের সম্মান করি। প্রেসক্লাবের সাথে আমাকে সম্পৃক্ত করায় আমি নিজেকে গৌরবান্বিত মনে করি। কারণ প্রেসক্লাব হলো সত্য প্রকাশ আর সত্য জানার বিচরণ ক্ষেত্র। এই স্থানটি হলো পিছিয়ে পড়া মানুষের আস্থা ও বিশ্বাসের স্থান। মানুষ যখন কোথাও তার নিজের আবেগ অনুভূতি ও সত্য কথা বলার সুযোগ পায় না, তখন সে এই স্থানে এসে নির্দ্বিধায় তার বক্তব্য উপস্থাপন করতে পারেন। তাই এই স্থানটিকে আমি সম্মান করি। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে চাঁদপুর প্রেসক্লাব কার্যকর ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, আমি সকল পেশার প্রতি শ্রদ্ধাশীল। এক্ষেত্রে যদি একজন সিএনজি বা অটো চালকের ভেতর লেখনী শক্তি থাকে, তাহলে তাকেও সম্মান দেয়া যেতে পারে। তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, তা আগের কোনো সরকার যে করতে পারেননি তা-তো সত্য কথা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিটি সংবাদ প্রকাশের পাশাপাশি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমও আপনারা তুলে ধরবেন। যাতে বিরোধীদের মিথ্যা অপপ্রচারে মানুষ বিভ্রান্ত না হয়। দেশের মানুষ যাতে বাস্তবতার আলোকে সত্য সম্পর্কে অবহিত হতে পারেন।
তিনি বলেন, আপনারা সমাজের অসংগতি তুলে ধরলে, আমরা যারা রাজনীতি করি তা সমাধান করতে চেষ্টা করবো। সমাজে এমন কিছু করা যাবে না, যা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, গুজবে পরিণত হয়। তিনি সাংবাদিক কল্যাণে কাজ করার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা অধ্যক্ষ জালাল চৌধুরী, অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, ফারুক আহম্মদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, খুরশিদ আলমসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকরা।
সাংবাদিক সমাবেশে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি ও শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হওয়ায় প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ আমন্ত্রিত অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দ্বিতীয় অধিবেশনে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ তাদের বক্তব্য বলেন, চাঁদপুর প্রেসক্লাব একটি স্বাতন্ত্র সংগঠন হওয়া সত্বেও জেলায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে যে চেষ্টা করেছেন তা সত্যি প্রশংসনীয়। বিগত ২০১৫ সাল থেকে সাংবাদিক সমাবেশের মাধ্যমে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের একত্রিত করতে চেষ্টা করছেন আমরা প্রেসক্লাবের এই আয়োজনের মধ্যে দিয়ে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্যে চাঁদপুর প্রেসক্লাব প্রশংসার দাবিদার। তারা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়ে আরো বলেন, স্থানীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যাতে তাদের পারিবারিক ও চারিত্রিক গুণাবলি বিশ্লেষণ পূর্বক নিয়োগ দেয়া হয়। অসামাজিক কাজের সাথে সম্পৃক্ত কাউকে যাতে পত্রিকায় নিয়োগ দেয়া না হয় তা দেখার জন্যে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে সকল সাংবাদিকদের প্রীতি উপহারে সম্মানিত করা হয়। প্রীতি উপহার বিতরণ করেন দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি আলহাজ ওচমান গনি পাটওয়ারীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রতি বছরের মতো এই বছরও আয়োজিত সাংবাদিক সমাবেশ ছিল লক্ষণীয়। দিনব্যাপী সাংবাদিক সমাবেশে যোগ দিতে এদিন সকাল সাড়ে ৮টা থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে ভিড় জমান।
সাংবাদিক সমাবেশের পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ। তাদের প্রাণের একাগ্রতায় কয়েকশ সাংবাদিকের উপস্থিতিতে সাংবাদিক সমাবেশ রূপ নেয় মিলন মেলায়। দিনব্যাপী সাংবাদিক সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আর সমাবেশের উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে উঠে।

১৬ অক্টোবর, ২০২৩।