চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি গোলাম মাওলার মৃত্যুতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও হোসেনপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম গোলাম মাওলার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর বেগম জামে মসজিদে জেলা ওলামা দলের আয়োজনে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মাও. মাহবুবুর রহমান।
জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, খলিল গাজী, অ্যাড. হারুনুর রশীদ, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহ-সভাপতি সারোয়ার গাজী, শাহাজাহান কবির খোকা, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাও. সাইফুল্লাহ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছোটন বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অধ্যক্ষ এস এম গোলাম মাওলা গত ২৩ জুন রাত সাড়ে ৯টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।

৭ ‍জুলাই, ২০১৯।