স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় পর কমিটির কাগজ নিয়ে নেতৃবৃন্দ চাঁদপুর আসার খবর শুনে অভিনন্দন জানাতে নেতা-কর্মীরা মতলব ব্রিজের কাছে ভীড় করেন। রোববার চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ ঢাকা থেকে সড়কপথে দুপুরে রওয়ানা হন।
বিকেলে চাঁদপুরে আসার পথে মতলব ব্রিজ থেকে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে তাদের চাঁদপুর নিয়ে আসে।
দীর্ঘ ১১ বছর পর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৩২১ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
০৭ মার্চ, ২০২২।