স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ছায়াবাণী মোড রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মো. জাকির হোসেন প্রধানীয়া।
তিনি তার বক্তব্যে বলেন, আমি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারের তারাপল্লা এলাকার মৃত মো. আবুল হোসেন প্রধানীয় ও মৃত খোশনেয়ারার ছেলে। আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী। হাজিগঞ্জ উপজেলা বাজারে নারগিস ফুড প্যাভিলিয়ন নামীয় ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী, দেশের বাইরে অন্ট্রেলিয়ার সিডনি, সেন্ট্রাল কোস্ট এবং নিউকার্সেল এরিয়ায় একই নাম অর্থাৎ নারগিস ফুড নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যা দেশে এবং বিদেশে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ব্যক্তিগত জীবনে আমি দুই সন্তানের জনক।
এসময় প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদ হোসেন শান্ত, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মীর্জা জাকিরসহ স্থানীয় পত্রিকার সম্পাদকরা, জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
জাকির হোসেন প্রধানীয়া বলেন, ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভাষা ও দেশের জন্য যাহারা শাহাদাৎ বরন করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁহার পরিবারের সকল শহীদের, আমি তাঁহাদের ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন, পদ্মা-মেঘনা-ডাকাতিয়া-ধনাগোদা নদী বেষ্টিত ইলিশের বাড়ি চাঁদপুর। আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন । নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি আমার নির্বাচনের উদ্দেশ্য, চাঁদপুর জেলাকে নিয়ে আমার কর্মপরিকল্পনা, জনকল্যাণে আমার সমাজসেবামূলক চিন্তা-ভাবনা আপনাদের মাধ্যমে প্রিয় চাঁদপুর জেলা বাসীকে জানাতে চাই। আমি মহান আল্লাহকে স্মরণ করে সম্পূর্ণ জনসেবার মানসিকতা নিয়ে নির্বাচন করার জন্য মনস্থীর করেছি। এ কাজ সফল ভাবে বাস্তবায়ন করার জন্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করছি।
মো. জাকির হোসেন প্রধানীয়া বলেন, ব্যক্তিগত উদ্যোগে আমার ব্যবসা প্রতিষ্ঠান নারগিস ফুড প্যাভিলিয়ন (বাংলাদেশ) এবং নারগিস ফুড (অস্ট্রেলিয়া) এর পক্ষ থেকে আমি সাধ্যমতো এবং নিয়মিত সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন সহায়তা দিয়ে আসছি। বিশেষ করে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বিশ্বব্যাপি করোনা মহামারী দেখা দিলে তার প্রভাব আমাদের বাংলাদেশও পড়ে। তখন সাধারণ মানুষের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে নিজ উপজেলা হাজিগঞ্জ, কচুয়া, চাঁদপুর সদর, মতলব এবং চাঁদপুরের বাইরে মেহেরপুর জেলার সদর উপজেলায় সাধ্যমতো আর্থিক সহায়তা, অক্সিজেন সিলিন্ডার এবং খাদ্য সামগ্রী বিতরণ করি। এ ছাড়া অস্ট্রেলিয়ায় করোনাকালীন সময়ে যে সব বাংলাদেশী শিক্ষার্থী এবং চাকুরীচ্যুত বাংলাদেশীদের মাঝে ৩ মাস ব্যাপী নারগিস ফুডের পক্ষ থেকে দুই বেলা খাদ্য বিতরণ করা হয়। ২০১৭ সালে সিলেটের বন্যার্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে অষ্ট্রেলিয়া প্রবাসীদের সমন্বয়ে আমার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়। চলতি ২০২২ সালে সিলেটের বন্যার্তদের মাঝে ব্যক্তিগত ভাবে আমি খাদ্য সামগ্রী বিতরণ করি।
এছাড়া স্থানীয় ভাবে কৃষকদের মাঝে সার ও বীজ ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা, ক্ষতিগ্রন্থ আলু চাষীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা, এবং বোর্ড পরীক্ষার ফরমপূরণে আর্থিক সহায়তা আমার একটি নিয়মিত কার্যক্রম। এছাড়াও কন্যা দায়গ্রস্ত ব্যক্তির বিবাহ সম্পাদনে সহযোগিতা, গৃহহীনদেও গৃহ নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা প্রদান, বিদেশগামীদের মাঝে যারা আর্থিক সমস্যায় পড়তেন তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি কাজগুলো আমি ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেই করে আসছি দীর্ঘদিন যাবৎ।
তিনি আরো বলেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। সেজন্য আপনাদের সন্তান হিসাবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন আমার খুবই প্রয়োজন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আগামী দিনের পথ চলবো ইনশাআল্লাহ।
জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এ জেলার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি, সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ চাঁদপুর জেলাবাসীর সার্বিক জীবনমানের উন্নয়ন সাধন করে একটি আদর্শ জেলায় পরিণত করবো ইনশাআল্লাহ।
আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাগুলো মানুষের কল্যাণে আরও বড় করে উপস্থাপন করার মানসিক চাওয়া ছিল দীর্ঘ দিনের। আসন্ন জেলা পরিষদ নির্বাচনের দ্বারা আমার এ চাওয়া পূরণ হবে আশা করি। জেলাবাসীর সেবা তাঁদের হৃদয়ে স্থান করে বেঁচে থাকতে চাই। কষ্ট করে আপনারা আমাকে সময় দেয়ার জন্য সকলের প্রতি আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষতের প্রতিটি পথ চলায় আশা করি আপনাদের পাশে পাবো এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে।
সম্পাদকরা, জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকরা কষ্ট করে আজকের এই পরিচিতি সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
০৪ সেপ্টেম্বর, ২০২২।