চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরাম গঠনকল্পে সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরাম গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে সভায় জেলার ৮ উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসকে আহ্বায়ক এবং বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান সিকদারকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়ে।
সভায় বক্তারা বলেন, আমাদের গঠন করা কমিটি আগামিতে প্রধান শিক্ষকদের উন্নয়নে ভূমিকা রাখবে। দীর্ঘদিন পরে হলেও আমরা প্রধান শিক্ষকরা একত্রিত হয়েছি, যা সত্যিকার অর্থে আনন্দের ও সৌভাগ্যের বিষয়। আজকের আহ্বায়ক কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করবো।