চাঁদপুর জেলা ২০ দলের নিন্দা ও প্রতিবাদ

বিভিন্ন স্থানে ধানের শীষের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি

প্রেস বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চাঁদপুর জেলার কয়েকটি উপজেলার ধানের শীষের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে পুলিশ। মৈশাদী ইউনিয়ন ছাত্রনেতা এমরান, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রনেতা আল-আমিনসহ এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া উপজেলা থেকে ৫ জন, শাহ্রাস্তি থেকে ৩ জন, ফরিদগঞ্জ থেকে ৮ জন নেতাকর্মীকে কোন প্রকার মামলা না থাকা সত্বেও বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। বিগত ১ সপ্তাহে কচুয়া উপজেলার সিরাজুল ইসলাম ও শাহ্রাস্তি উপজেলার ওবায়দুল হককে গ্রেফতার করা হয়। গত বুধবার ফরিদগঞ্জ উপজেলার মিজানুর রহমান শেখ, রসুল আহাম্মদ, দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গত রোববার ফরিদগঞ্জ উপজেলার হাবিবুল্লাহ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। অত্র হাবিবুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নতুন মামলা করা হয়। ফরিদগঞ্জ থানার মামলা নং-১, তাং ০২/১২/২০১৮ইং। এভাবে প্রতিদিন বিএনপি ও ২০ দলীয় জোটের তথা ধানের শীষের নির্বচনী কাজের এজেন্ট ও নেতাদের গ্রেফতার করা হচ্ছে।
গত রোববার গভীর রাতে জেলা ২০ দলীয় জোটের নেতা মাও. আঃ রহিম পাটওয়ারী, মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর বাসাসহ বিপুলসংখ্যক নেতাদের বাসায় পুলিশ হানা দেয় এবং নেতৃবৃন্দকে খোঁজাখুজি করে। এতে এলাকার ঘুমন্ত মানুষের মধ্যে আতংক দেখা দেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের এজেন্ট, নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম। ২০ দলীয় জোট নেতৃবৃন্দ ধানের শীষের নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব ন্যাক্কারজনক কাজ বন্ধের জন্য রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।