চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার দেওয়ান আরশাদ আলীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার দেওয়ান আরশাদ আলী আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)। গত সোমবার (২৯ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চাঁদপুর আউটার স্টেডিয়ামে জানাযা শেষে রাতেই পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, দেওয়ান আরশাদ আলী চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
সাবেক এই ক্রীড়া সংগঠনের মৃত্যুর খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা ছুটে আসেন। তার মৃত্যুতে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
দেওয়ান আরশাদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি কমিটির সদস্য ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
০১ এপ্রিল, ২০২১।