চাঁদপুর পৌরসভার ৩টি বিদ্যালয়ের মধ্যে শীর্ষে শহীদ জাবেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত ৩টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়। তবে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ ১টিও জিপিএ-৫ পায়নি। গতকাল সোমবার সারাদেশের মতো চাঁদপুরেও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বিদ্যালয়গুলো থেকে এ তথ্য সংগ্রহ করা হয়।
এ বছর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় ৩৫ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয় ৩২ জন। অকৃতকার্য হয় ৩জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৬ জন, এ মাইনাস ১১ জন, বি ৮ জন, সি ৮ জন শিক্ষার্থী। পাসের হার ৯১.৪৩%।
অপরদিকে পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য ৩২ জন ও ১২ জন অকৃতকার্য হয়। এ গ্রেড পেয়েছেন ৩ জন, এ মাইনাস পেয়েছেন ২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৭২.৭৩%।
পুরাণ বাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য ১৮ জন ও ১১ জন অকৃতকার্য হয়। এ প্লাস ও এ গ্রেড নাই, এ মাইনাস পেয়েছেন ২ জন শিক্ষার্থী। পাসের হার ৬২.০৭%।
পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, পড়ালেখার মান আগের তুলনায় অনেক ভাল হয়েছে। তবে টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য সুপারিশ করা বন্ধ হলে পাসের হার ও ফলাফল আরো বৃদ্ধি পাবে।