স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা হয়েছে। গত বুধবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনে আনন্দঘন পরিবেশে এ কেককাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদস্য আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য সঞ্জিত পোদ্দার, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ আরো অনেকে।
২১ মার্চ, ২০২১।