প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল ২৯ অক্টোবর চাঁদপুরের স্থানীয় কয়েকটি পত্রিকায় ‘চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ জানিয়েছেন।
তারা এক লিখিত বিবৃতিতে জানান, পত্রিকা ক’টিতে যে বিষয়বস্তু উল্লেখ করে এবং যেভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে বস্তুতপক্ষে আমাদের সভাটি সে ধরনের ছিলো না। গত ২৮ অক্টোবর বিকেল ৪ টায় আমাদের সভাটি ছিলো পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান কার্যক্রম যা চলমান রয়েছে তা নিয়ে ওয়ার্ড পর্যায়ে নেতাদের সাথে নির্দেশনামূলক মতবিনিময় সভা। কিন্তু গতকাল চাঁদপুরের স্থানীয় ক’টি পত্রিকায় যে আমাদের ওই মতবিনিময় সভাকে ‘পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠান’ বলে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সভায় যে ‘প্রধান অতিথি’ কথাটি উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে আমাদের পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন গত ১৪ অক্টোবর আওয়ামী লীগ কার্যালয়ে হয়ে গেছে। সেদিন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহম্মেদ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। গত ২৮ অক্টোবর বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আমাদের মতবিনিময় সভার শেষের দিকে সভার সভাপতি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ বক্তব্য রাখার প্রাক্কালে সভায় আকস্মিকভাবে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি সভায় উপস্থিত হলে আমরা তাঁকে যথাযথ সম্মান দিয়ে তাঁকে সবার উদ্দেশে কিছু বলার জন্যে বলি। তখন তিনি তাঁর বক্তব্য দেন। বক্তব্যে তিনি সদস্য সংগ্রহ অভিযান যাতে ভালোভাবে চলে সে বিষয়েই বক্তব্য দেন।
কিন্তু কে বা কারা পত্রিকায় ভুল তথ্য দিয়ে আমাদের ওই মতবিনিময় সভাকে দলের সদস্য ‘নবায়ন ও সংগ্রহ’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সুজিত রায় নন্দীর নাম প্রকাশ করেন। তাছাড়া আমাদের ওই মতবিনিময় সভায় কেন্দ্রিয় বা জেলা কমিটি কোন নেতৃবৃন্দকে আমন্ত্রণ করা হয়নি। তাই গতকাল রোববার পত্রিকাগুলোতে এ সংক্রান্ত যে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, এ নিয়ে পাঠকমহলে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য দিয়ে পত্রিকা অফিসে কাউকে সংবাদ প্রেরণ না করার জন্য অনুরোধ করা গেল।
