চাঁদপুর প্রেসক্লাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেলের একক সংগীত পরিবেশন


শাহ আলম খান
চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে প্রেসক্লাব সম্মুখের উদ্যানে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের শেষে রাতে একক সংগীত পরিবেশন করেন চাঁদপুরের কৃতী সন্তান ও বিশিষ্ট সংগীত শিল্পী এসডি রুবেল।
সংগীত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক শরীফ চৌধুরী। এসডি রুবেলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দেশবরেণ্য এই শিল্পীর সংগীত উপভোগ করেন আমন্ত্রিত অতিথি, সংগীত প্রেমী ও সুধীবৃন্দ।
পরিবেশিত গানের মধ্যে ছিলো- মন যেন এক মায়াবি পাখি, অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমার একটা সাথী ছিলো দেশের বাড়ী, লাল বেনারশী, এইভাবেই ভালবাসা বুঝি হয়ে যায়, মধু হই হই, চীরদিনই তুমি যে আমার ইত্যাদি।
যন্ত্র সহযোগিতায় ছিলেন শিল্পীর নিজস্ব যন্ত্রবাদক ও স্থানীয় গীটারবাদক রাজীব চৌধুরী ও শুভ এবং তবলায় খোকন দাস।