সভাপতি সুলতান, সম্পাদক রোকন, সাংগঠনিক শাহীন
মানিক দাস
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা চাঁদপুর জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ বছর পর-পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাবেক ইউপি সচিব ও মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সচিব প্রবাহ চন্দ্র ঘোষ। এছাড়া ৮ জন সদস্য নির্বাচনে কমিশনে দায়িত্ব পালন করেন।
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুর জেলা বাপসার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় নির্বাচনী স্থান পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসারদের শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন।
একই সাথে তিনি প্রার্থীদের বলেন, আপনারা নিজেরাই ভোটার ও নিজেরাই প্রার্থী। আপনাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে। এছাড়া পর্যবেক্ষণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. আলহাজ জসিম উদ্দিন পাটওয়ারীসহ অন্যান্যরা।
৭টি পদে বাপসার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে অর্থ সম্পাদক পদে মহিউদ্দিন সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬টি পদের বিপক্ষে ১২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। ৯৪টি ইউনিয়নের মধ্যে ৮৪ জন ভোটার ভোট প্রদান করার কথা থাকলেও ১ জন ভোটার অসুস্থ থাকায় ৮৩জন তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়।
সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে সুলতান মাহমুদ ও চেয়ার প্রতীক নিয়ে গোলাম মোস্তফা নির্বাচনে অংশ নেন। এর মধ্যে সুলতান মাহমুদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গোলাম মোস্তফা পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে মো. কুদ্দুছ আখন্দ রোকন ও গোলাপ ফুল প্রতীক নিয়ে সোলায়মান মিয়া অংশগ্রহণ করেন। মো. কুদ্দুছ আখন্দ রোকন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোলেমান মিয়া পেয়েছেন ২৭ ভোট। সহ-সভাপতি পদে রিক্সা প্রতীক নিয়ে দুলাল চন্দ্র ঘোষ ও উড়োজাহাজ প্রতীক নিয়ে বশির উল্লাহ খন্দকার অংশগ্রহণ করেন। ৫৪ ভোট পেয়ে বশির উল্লাহ খন্দকার নির্বাচিত হয়েছেন। দুলাল চন্দ্র ঘোষ পেয়েছেন ২৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে আবু বকর সিদ্দিক তালুকদার ও আনারস প্রতীক নিয়ে মহিবুবুল আহসান নির্বাচনে অংশগ্রহণ করেন। মহিবুবুল আহসান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আবু বকর সিদ্দিক তালুকদার মানিক পেয়েছেন ৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান মীর ও তালা প্রতীক নিয়ে সালাম উল্লাহ খান নির্বাচনে অংশগ্রহণ করেন। সালামত উল্লাহ খান শাহীন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিদ্দিকুর রহমান মীর পেয়েছেন ২৭ ভোট। প্রচার সম্পাদক পদে মই প্রতীক নিয়ে ইব্্রাহিম খলিল ও মোবাইল প্রতীক নিয়ে অন্তু দে নির্বাচনে অংশগ্রহণ করেন। ইব্রাহিম খলিল ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্তু দে পেয়েছেন ৩২ ভোট।
এই নির্বাচিত কমিটি আগামি ৩ বছর বাপসার দায়িত্ব পালন করবেন।