
প্রেস বিজ্ঞপ্তি
‘যুক্তিতে মুক্তি পাক অবরুদ্ধ তারুণ্য’ এ শ্লোগানে গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া ‘চাঁদপুর বিতর্ক একাডেমি’র প্রশিক্ষণ ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ ও যুক্তি চর্চার আবাহনে চাঁদপুর জেলার ইতিহাসে এ প্রথম ‘চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ)’ নামে বিতর্ক শেখার প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ের যাত্রা শুরু হলো। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)’র পরিচালনায় চাঁদপুরে এ বিতর্ক একাডেমি চালু হলো।
গত শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সভাপ্রধান ছিলেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ অ্যাড. ইকবাল-বিন-বাশার। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)’র সভাপতি কাজী শাহাদাতের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন সিকেডিএফ’র উপদেষ্টা ও সিডিএ’র অধ্যক্ষ ডা. পীযূষ কান্তি বড়–য়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও সিকেডিএফ’র সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকেডিএফ’র সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে ও ডিডিএ’র উপাধ্যক্ষ রাসেল হাসান। প্রশিক্ষণার্থীদের থেকে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওহিদুর রহমান। পরে প্রতœ পীযূষ ও অদিতি সরকার রিয়া সংগীত পরিবেশন করে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অতিথিরা ‘যুক্তি’ ও ‘মুক্তি’ নামে বিতর্কের দু’টি প্রশিক্ষণ ক্লাস রুম ফিতা কেটে উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের পৃথক দু’টি ক্লাসে ডা. পীযূষ কান্তি বড়–য়া ও রাসেল হাসান প্রশিক্ষণ প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল প্রথম ব্যাচে ৪৮ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ ক্লাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল ৩টায় প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ ক্লাস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিকেডিএফ’র সহ-সভাপতি আলহাজ মির্জা জাকির, সিকেডিএফ’র উপদেষ্টা রোটারিয়ান অধ্যাপক জাকির হোসেন, প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফী বন্যা, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভানেত্রী মুক্তা পীযূষ, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর কণ্ঠের ম্যানেজার ও সিকেডিএফ’র কোষাধ্যক্ষ সেলিম রেজাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সিকেডিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন, কার্যকরী সদস্য আবু সালেহ, আজিজুল হাকিম নাহিন প্রমুখ।