স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের বার্ষিক অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ এম এ বারী খানের এবং সহ-সভাপতি আব্দুল বারী মজুমদার মানিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ বন্দুকসীর যৌথ পরিচালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. সবেবরাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবদুল খালেক মাল। সভায় বক্তব্য রাখেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া ও ফয়সাল গাজী বাহার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ মাইন উদ্দিন বেপারী, পরিচালক ফারুক চোকদার, আব্দুল খালেক বেপারী, মাসুদ খান, চন্দন দাস, রুহুল আমিন গাজী, হাজি জমির খান, সুমন খানসহ সমিতির সব পর্যায়ের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের ইলিশের সুনাম সারা বিশ্বে রয়েছে। কিন্তু কিছুদিন আগে বড়গুনা জেলায় ইলিশ উৎসব করে তারা ঘোষণা দিয়েছে বড়গুনার ইলিশ চাঁদপুরে বিক্রি হয়। এই অপপ্রচার রোধ করতে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উদ্যোগ নিতে হবে। চাঁদপুরের ইলিশের প্রচারণায় সমিতির ব্যয় খুবই কম। এটাকে আরো বাড়াতে হবে। ইলিশের প্রচারণা ও ইলিশ সম্পদ রক্ষায় আমাদের বিভিন্ন স্থানে ব্যানার লাগাতে হবে।
তারা আরো বলেন, চাঁদপুর মাছঘাটের একটি সুনাম রয়েছে। সেই সুনাম রক্ষার্থে এবং মাছঘাটের শৃংখলা রক্ষা দায়িত্ব সমিতির। এছাড়া মাছঘাটের চলাচলের রাস্তা স্বাভাবিক রাখতে হবে। মাছঘাটে সিসি ক্যামরা ও দারোয়ান রাখতে হবে।
১৩ অক্টোবর, ২০১৯।