চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি
গত ২ নভেম্বর অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৯২৩তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, সভাপতি রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সহ-সভাপতি রোটা. শাহেদুল হক মোরশেদ এবং চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক আরসিসি ও চাঁদপুর রোটারী ক্লাবের এডিটর রোটা. উজ্জ্বল হোসাইন।
আরো উপস্থিত ছিলেন জোন হিলসার জোনাল রিপ্রেজেন্টেটিভ রো. সজীব হোসেন বিজয়, চাঁদপুরের সব রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি, জেলা ৩২৮২ এর খেলাধুলা এবং সাংস্কৃতিক কমিটির সদস্য রো. আজাদ (চট্টগ্রাম রোটার‌্যাক্ট ক্লাব) এবং চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৮-১৯ রোটাবর্ষের সভাপতি রো. অনয় দেবনাথ ধ্রুবসহ ক্লাবের সদস্যবৃন্দ।