স্টাফ রিপোর্টার
গত শুক্রবার চাঁদপুর রোটারী ভবনে চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় রোটারিয়ান পিপি ডা. মো. এ.কিউ রুহুল আমিন ও চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের প্রাক্তন সভাপতি তরুন ভৌমিকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় তপন ভৌমিকের বিদেহী আত্মার শান্তি কামনায় ঐ শোক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশানের সভাপতিত্বে ও যুগ্ম-সচিব রো. কুলদ্বীপ মালাকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রো. পিপি সৈকত পাল, রো. আইপিপি অনয় দেবনাথ (ধ্রুব), সমাজসেবা পরিচালক রো. সুমাইয়া আক্তার, পেশা সেবা পরিচালক রো. রানা দাস, ক্লাব সদস্য রো. নাভিনা আক্তার, রো. জয় সাহা, রো. আফসানা আক্তর তন্বী প্রমুখ।
সভার শুরুতে চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় রোটারিয়ান পিপি ডা. মো. এ.কিউ রুহুল আমিন ও চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের প্রাক্তন সভাপতি এক্স রো. তরুন ভৌমিকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী তপন ভৌমিকের বিদেহী আত্মার শান্তি কামনায় ক্লাব সভাপতির আহ্বানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। আলোচনা পর্বে রোটারিয়ান পিপি ডা. মো. একিউ রুহুল আমিন ও তপন ভৌমিকের বর্ণাঢ্য জীবনের ওপর শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হয়।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।