চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ২০২০-২১ রোটাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের ২০১৯-২০ সেশনের মাসিক নিয়মিত সভা ও ৫ম বোর্ড মিটিংয়ে ক্লাবের নতুন কমিটি অনুমোদন করা হয়।
২০২০-২১ রোটাবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন রো. দেলোয়ার হোসেন সুমন, সভাপতি নমিনি হিসেবে নির্বাচিত হন রো. রাতিবুল ইসলাম তুষার এবং সচিব হিসেবে নির্বাচিত হন রো. কাজী আজিজুল হাকিম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে রো. নিলয় দে ও সহ-সভাপতি হিসেবে রো. শাহরিয়ার খান হিমেল নির্বাচিত হন।
গত ১৫ মে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৯-২০ সেশনের মাসিক নিয়মিত সভা ও ৫ম বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন রো. এনামুল ইসলাম ছাব্বির। উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিল, রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী রো. পিপি রেজাউল ইসলাম রকি, রো. পিপি শাহজালাল খান লিটনসহ ক্লাব সদস্যবৃন্দ।

১৮ মে, ২০২০।