চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

দু’পাড়ে ৪শ’ গাড়ি আটকা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-শরীয়তপুর নৌ পথে ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের পরতে হয়েছে চরম দুর্ভোগে। চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলগামী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীরা প্রচন্ড শীতের মাঝে রোববার (২৪ জানুয়ারি) ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিশু-কিশোরদের নিয়ে ফেরি ঘাটে মানবেতরভাবে সময় কাটাতে হয়েছে। পরে কুয়াশা কাটতে শুরু করলে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল রোববার ভোর ৪টায় আচমকা মেঘনা নদী কুয়াশার চাদরে ঢেকে যায়। সেই থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টায় কুয়াশা কাটতে শুরু করলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি ঘাটের ম্যানেজার মো. ফয়সাল আহমেদ জানান, ভোর রাত ৪টার দিকে মেঘনা নদীতে আচমকা কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। যার কারণে দুর্ঘটনা এরাতে ফেরি চলাচল বন্ধ রাখতে তাৎক্ষনিক স্বিদ্ধান্ত নেয়া হয়। কুয়াশার ঘনত্ব সকাল সাড়ে ৯টায় কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে চাঁদপুর-শরীয়তপুর নৌ পথে ৬টি ফেরি থাকলেও নিয়মিত চলাচল করছে ৫টি ফেরি। কুয়াশার কারণে ফেরি চলচল বন্ধ রাখা হলে হরিণা ঘাটে প্রায় ৩শ’ ও আলুর বাজার অংশে ৫০টির মতো যানবাহন আটকা পরে। যানবাহন আটকা পরার কারণে যাত্রীরা দুর্ভোগে পরতে হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে দুর্ভোগে পরা যাত্রীরা কিছুটা স্বত্বির নিঃশ্বাস ফেলে।
২৫ জানুয়ারি, ২০২১।