শাহ্ আলম খান
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র রেল স্টেশন প্লাটফর্মে স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি মামলায় ১৪ জনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেইন ও আবিদা সিফাত যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেইন ও আবিদা সিফাত জানান, মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশনায় চাঁদপুর শহরে ১০০% মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আজ সকালে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে স্বাস্থ্যবিধি সংক্রান্ত পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১৪ মামলায় ১৪ জনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সহযোগিতা করেন ব্যাটেলিয়ান আনসার সদস্যরা।
১৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে অর্থদণ্ড