চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

পুলিশ সুপার মাহবুবুর রহমানের দেয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মেঘনা পাড়ে অবস্থিত শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের রয়েছে ১৩২জন শ্রমজীবী, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, পথশিশু ছাত্র-ছাত্রী। যাদের অধিকাংশেরই বসবাস মাঘনা নদীর পাড়ে বস্তির ঘরে। প্রকৃতি এই তীব্র শীতে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী কবিতার মতো স্যাঁতসেঁতে ভিজে ঘরে যাদের জীবন। সেসব স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ ছড়িয়ে দিতে এগিয়ে আসেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে তাঁর পক্ষে বিদ্যালয়ের ২০ জন ছাত্র-ছাত্রীদের মায়ের হাতে একটি করে কম্বল তুলে দেন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহআলম মল্লিক, সমাজসেবক হানিফ চোকদার, স্থানীয় যুবলীগ নেতা ওয়াসিম মোল্লা ও ফয়সাল বেপারী।
শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারি, বেসরকারি এবং দাতাদের সহযোগিতায় পরিচালিত চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে ১৩২ জন শ্রমজীবী, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, পথ শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ, সরকারি মেধা বৃত্তি এবং শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি লাভের মাধ্যমে বিদ্যালয়টি এগিয়ে চলছে।
বর্তমান করোনা এবং তীব্র শীতের এই কঠিন সময়ে ভালো নেই এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জীবন-যাপন।
২১ জানুয়ারি, ২০২১।