চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের সভা

নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : দুলাল পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যারা যুবলীগ করছেন তাদের যুবলীগের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে অন্যায়, অবিচার, মাদক, বাল্য, বিয়ে, ইভটিজিংসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যুবলীগের যে সম্মান রয়েছে তা ফিরিয়ে আনতে হবে। যারা রাজনীতি করেন তাদের সিনিয়রদের সম্মান করতে হবে। আগামি সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করণে যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু প্রমুখ।
এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।