সকলে একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে
……..শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সকলকে দলপ্রেমী হতে হবে। আগামিতে আমরা দলপ্রেমীদের খঁুঁজে বের কর করে মূল্যায়ন করবো। হতাশ হওয়ার কিছু নেই। দলকে সময় দিতে হবে। দুঃসময়ে তাদের পাশে থাকতে হবে। বিএনপি কারো ব্যক্তিগত ও বাপ-দাদার সম্পত্তি নয়। সংগঠনকে সংগঠনের নিয়মে চালাতে হবে। আপনারা দলকে সময় দিন। দল আপনাদের মূল্যায়ন করবে।
তিনি আরো বলেন, চোরের দল আওয়ামী লীগ। পুলিশের উপর হামলার ঘটনায় রাজরাজেশ্বরে নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাই। আমাদেন একজন নেতা-কর্মীও কোন অনৈতিক কাজের সাথে জড়িত নয়। প্রশাসনের সাথে অনুরোধ করবো সুষ্ঠু তদন্ত করে আমাদের নেতা-কর্মীদের যেন মামলা থেকে বাদ দেয়া হয়। তা না হলে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কঠোর আন্দোলনে যাবো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন কে কে করবেন এখনি আপনারা কাজ শুরু করুন। লক্ষ্য রাখবেন যেন দূরত্ব যেন তৈরি না হয়। স্ব স্ব ইউনিয়নে মহিলা দলের কমিটি তৈরি করে ফেলেন। অতিশীঘ্রই সকল কমিটি পুর্নগঠন করে ফেলতে হবে। আমরা ধানের শীষের ধারক ও বাহক। আমরা একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে। চাঁদপুর জেলা বিএনপি সম্মেলনের জন্য প্রস্তুত। আমরা চাঁদপুরে বিশাল ভাবে সম্মেলন করবো। সকল ত্যাগিদের সমন্বয়ে চাঁদপুর জেলা বিএনপির কমিটি করা হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার, যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সদরে উপজেলা বিএনপির কার্যকরী সদস্য অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী পাঠান, অলি পাটওয়ারী, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, বাকের খন্দকার, জাকির তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, বরকত উল্ল্যাহ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, মাসুদ রায়হান, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন গাজী, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া মাঝি, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূঁইয়া, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, তরপুরচন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. সাত্তার মাস্টার, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরদার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রধান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া প্রমুখ।
০১ নভেম্বর, ২০২০।