
শাহ আলম খান
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের অবসরজনিত কারণে বিদায় উপলক্ষে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানু রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ প্রমুখ।
উল্লেখ্য, আগামি ১ মার্চ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন তার চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।