বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না : সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সিটি কলেজে ২০১৬-২০১৭ সালের শিক্ষার্থীদের ক্লাস সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় সিটি কলেজের ক্লাস রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, ভালোভাবে পড়ালেখা করে মেধা অর্জন করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, শিক্ষার পাশপাশি বড়দের সম্মাান দিতে হবে, আচার-আচরণ ভালো করতে হবে। তোমরা ভালোভাবে নিজেরদের প্রস্তুত কর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। আমি ফরক্কাবাদ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছি, সেখানে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। এই কলেজটি ভালো ফলাফল করায় এখন জেলার প্রথম স্থানে রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য সেখানে গিয়েছিলেন। শুধু তাই নয় ফরক্কাবাদ ডিগ্রি কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আমি এনেছি। মন্ত্রী ফরক্কাবাদ ডিগ্রি কলেজে একটি ৪ তলা ভবন দিয়েছেন। জুন ক্লোজিংয়ের আগেই ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সাথে চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে দেড় কোটি টাকাও বরাদ্দ দিয়েছেন। সেই সময় চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম হুমায়ুন কবির স্কুলের উন্নয়নের জন্য আমার কাছে অনুরোধ করেন। আমি শিক্ষামন্ত্রীকে বলে তা ব্যবস্থা করে দিয়েছি। আমরা মরহুম হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনা করি।
তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং, বাল্যা বিবাহ, বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না।
কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক সুদ্বীপ করের পরিচালনা এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খোকা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য বাকিবিল্লাহ উপম পাটওয়ারী, গ্রন্থনা বিষয়ক সম্পাদক আসাদ উল্যাহ রাসেল, জেলা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতন প্রমুখ।
এ সময় সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী এবং কলেজের প্রভাষকসহ কলেজের ছাত্র-ছাত্রীরা কেক কাটেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিটি কলেজেল ছাত্র মো. জান্নাত। গীতা পাঠ করেন ওমর চন্দ্র দাস।