চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্ট ক্লাবের মাস্ক বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর শপথ চত্বর মোড়ে চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্ট ক্লাবের নিয়মিত প্রকল্প মাস্ক বিতরণ- (কেয়ার-১৮) অনুষ্ঠিত হয়।
এসময় ক্লাবের আইপিপি রোটার‌্যাক্টর সজীব হোসেন, বর্তমান সভাপতি রোটার‌্যাক্টর ডা. তামজীদ হোসেন, সচিব রোটার‌্যাক্টর দীন মোহাম্মদ, ডিস্ট্রিক খেলাধুলা ও সাংস্কৃতিক কমিটির সদস্য রোটার‌্যাক্টর মো. আজাদ, ক্লাবের সব পরিচালক ও সদস্যসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।