চাঁদপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সভা

এস এম সোহেল :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম মন্টু। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস, জেলা বিএমএ’র সভাপতি ডা. এমএন হুদা, ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের পুরাণ বাজার ম্যানেজার শাহেদ রিয়াজ, নতুন বাজার ম্যানেজার বেবী সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেনসহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী আহসান হাবিব।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘নারী ও ডায়াবেটিস, আগামির সুস্থতা আমাদের অধিকার’ এ বিষয়ের উপর বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন স্বাস্থ্যখাতে। বর্তমান বিশ্বে এখন সবচেয়ে বেশি ডায়াবেটিস। মানুষের অসুস্থতার জন্য দায়ী এ রোগ। প্রতিবছর বিশ্বে ৩৬ মিলিয়ন মৃত্যু হচ্ছে ডায়াবেটিস রোগে। আগামি ২০৪০ সালের মধ্যে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাড়াবে ৬৪২ মিলিয়নে। ২০২৫ সালে বিশ্বে যত দেশ আছে তার মধ্যে ১০টি দেশকে ডায়াবেটিস রোগে ধরা হবে। তার মধ্যে বাংলাদেশও থাকবে। বর্তমানে বাংলাদেশে ৮৪ লাখ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। গত ২০১৫ সালে বিশ্বে ১ লাখ ২৯ হাজার মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে ২০০০ সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ১.৪ ভাগ। ২০১২ সালে তা দাড়িয়েছে ৪.২ ভাগে। এতে করে বোঝা যায় ডায়াবেটিস রোগ কত দ্রুত বেড়ে চলছে। আমাদের দেশে এ রোগে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। নারীরা যখন গর্ভবতী হয় তখন তাদের ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। বক্তারা আরো বলেন, নারীরা যে কোন বয়সে এ রোগে আক্রান্ত হতে পারে। বিশ্বে যত নারী রয়েছে এক সমীক্ষায় দেখা গিয়েছে এদের মধ্যে ১০ ভাগ নারী ডায়াবেটিস রোগে আক্রান্ত।