চাঁদপুর হরিণা-আলু বাজার ফেরিঘাটে যানবাহন উঠা-নামায় চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ-সীমানায় মেঘনা নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুর জেলার হরিণা ও শরীয়তপুর জেলার আলুবাজার ফেরিঘাটের র‌্যাম ও রাস্তা ডুবে গেছে। এতে ওই ঘাট দু’টি দিয়ে যানবাহন ফেরিতে উঠা-নামায় সমস্যা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে হরিণা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, হাঁটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে চরম দুর্ভোগের মধ্যে গাড়িগুলোকে ফেরিতে উঠানামা করতে হচ্ছে ঝুঁকির মধ্যে। এ পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে যানবাহন বিকল হয়ে ফেরি পারাপার বন্ধ হবার আশঙ্কা দেখা দেওয়ার পরিস্থিতি বিরাজমান রয়েছে। বিষয়টি বিআইডব্লিটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা দরকার বলে ভুক্তভোগীরা অভিযোগ করে জানিয়েছে।
জোয়ারের সময় প্রায় তিন ঘণ্টা ফেরিঘাট সংযুক্ত পন্টুন র‌্যামের অর্ধেকসহ রাস্তা জোয়ারের পানিতে ডুবে থাকে। বিআইডব্লিউটিসির ঘাট কাউন্টারে থাকা রাসেল জানিয়েছে।
অপরদিকে, বিআইডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুন নূর তুষার জানান, জোয়ারের সময় মেঘনার পানি বৃদ্ধি পেলে এ ধরনের কিছু সময়ের জন্য সমস্যা দেখা দেয় প্রতিনিয়ত। তবে সবসময় জন্য নয়। এখনো ঘাটে যানবাহনের চাপ বেশি রয়েছে। চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে তাদের ৭টি ফেরি চলাচল করছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলে বন্যা দেখা দেওয়ায় উজানের পানি চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে দিকে নামতে হচ্ছে। এই কারণে গত দু’দিন যাবত চাঁদপুরের মেঘনা নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমার অতিক্রান্ত হলে বা অবস্থা ভয়াবহ দেখা দিলে আমরা মানুষকে সতর্ক করবো।
০৭ সেপ্টেম্বর, ২০২১।