চাঁদপুর হাসান আলী মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামের উপর বক্তব্য রাখেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
মহামায়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও. মুজ্জাম্মিলুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জামিয়া তালিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও ঢাকা বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাও. হাফীজুর রহমান ছিদ্দিকি (কুয়াকাটা)।
মতলব দক্ষিণ ভাঙ্গারপাড় মাদ্রাসার মুহতামিম পীরজাদা মাও. আফছার উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরানবাজার কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও. খাজা আহমাদ উল্লাহ, আল কারিম দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও. নুরুল আমিন জিহাদি, চিশতিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. হাবিবুল্লাহ, ওয়ারলেস বাজার কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. বেলাল হোসাইন রাজী, জাফরাবাদ কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা হাফেজ মাও. মুফতি ত্বোহা খান, কুমিল্লা কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ শেখ জয়নাল আবেদীন, চাঁদপুর মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাও. যোবায়ের আহমাদ, মতলব দক্ষিণ পূর্ব কলাদি জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জামাল উদ্দিন বরগুনা।
তাফসীরুল কোরআন মাহফিলে সার্বিক তত্ত্ববধানে ছিলেন তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আবুল বাশার তালুকদার।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।