চাঁদপুর-২ আসনের আ.লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়

নৌকার বিজয় হলে এ দেশ থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে বিদায় করা হবে
————-অ্যাড. নুরুল আমিন রুহুল

মাহফুজ মল্লিক
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, এবারের নির্বাচনে নৌকার বিজয় হলে এ দেশ থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে বিদায় করা হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে আইন করেছেন সে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে নৌকার বিজয়ের বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আর ওই বিএনপি-জামাত দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে পাঁয়তারা করছে।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে বৃহত্তর এ মতলবকে সন্ত্রাস ও মাদক মুক্ত করবো। তরুন ও যুব সমাজকে মাদকমুক্ত করে কর্মের হাতে তুলে ধরা হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নমূলক কর্মকা-ে বিশ্বাসী। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ বাবুল, ফারুক বিন জামান ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নির্মল গোষামী।
এ সময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মনজু, দক্ষিণের অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ক’দ্দুস, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা আ’লীগের সদস্য আনিচ্ছুজ্জামান চৌধুরী, জাকিয়া সুলতানা শেফালী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম পাটোয়ারী খোকা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিপু, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ পাটোয়ারী, মতলব পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আওলাদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শাহ আলম, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফারুক পাটোয়ারী, আবুল কাশেম পারভেজ, আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠিশীল প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।