চাঁদপুর-৪ আসনে ৭ আ.লীগ নেতার মনোনয়ন পত্র সংগ্রহ

নবী নোমান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন ৭ জন মনোনয়ন প্রত্যাশী। ঢাকার ধানম-ি আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে শুক্রবার বর্তমান সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. এ কে এম মোস্তফা হোসেন, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
গতকাল শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, অ্যাড. নুর হোসেন বলাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানসহ অন্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।