চাঁসক অধ্যক্ষের বিদায়-বরণ

বিএনসিসি ক্যাডেটদের উদ্যোগে

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে বিএনসিসি ক্যাডেটদের উদ্যোগে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের বিদায় এবং সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের বরণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার কলেজ গ্যালারিতে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক এবং বিএনসিসি প্লাটুন আন্ডার অফিসার সেলিনা পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াহিদুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদসহ এক্স-ক্যাডেটবৃন্দ এবং চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি ক্যাডেটবৃন্দ।
বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ক্যাডেট আশরাফুল ইসলাম ও সাবেক ক্যাডেট আন্ডার অফিসার ফাহমিদা দিহান।
প্রফেসর অসিত বরণ দাশ তার বক্তব্যে বিএনসিসি চাঁদপুর সরকারি কলেজ ইউনিটের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। বিভিন্ন জাতীয় দিবসসহ কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিএনসিসি ক্যাডেটবৃন্দ যে মেধা, শ্রম ও দক্ষতার স্বাক্ষর রেখেছে তা চিরস্মরণীয়।
সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, আমি ১৯৭৬-৭৭ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় বিএনসিসির ক্যাডেট ছিলাম। ক্যাডেটদের রয়েছে সুশৃঙ্খল জীবন। ক্যাডেটবৃন্দ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।