চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উবিতে অভিভাবক সমাবেশ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, সন্তানের সাথে মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো। তা হলে সন্তানের সব ভালো-মন্দ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা যাবে। যদি তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে তারা বিপথে ধাবিত হবে এবং সমাজে নানা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। জঙ্গিবাদ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, শিক্ষক ওমর ফারুক, ম্যানেজিং কমিটির সদস্য মো. সেলিম পাটওয়ারী, মো. জহিরুল ইসলাম পাটওয়ারী, আবু ইউছুফ শেখ, ফয়েজ বক্স হাওলাদার, শিক্ষক সুলতান মাহমুদ, ইউপি সদস্য মো. আব্বাস পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

৩০ জুলাই, ২০১৯।