চান্দ্রা চৌরাস্তায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন চৌরাস্তা দেওয়ান বাড়ি জামে মসজিদ বালুর মাঠ প্রাঙ্গণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেওয়ান বাড়ি ছাত্র সমাজের আয়োজনে বাদ মাগরিব হইতে রাত ১০টা পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
ফয়সাল বিন আ. রাজ্জাকের পরিচালনায় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সালাউদ্দীন মিয়া (বাবু), যুগ্ম-আহ্বায়ক ফাহিমুল ইসলাম (শশি), সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান মলি¬ক, দাওয়াতি মেহমান মাও. ওমর ফারুক, দ্বীন মাও. ইসলামসহ আরো অনেকে।
উল্লেখ্য, চাঁদপুরের ঐতিহ্যবাহী নবরন ও রাহবার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বিভিন্ন ইসলামী সংগিত, হামদ, নাতে রাসুল, গজল পরিবেশন ও কোরআন তেলাওয়াত পাঠ করে।