আল আমিন ছৈয়াল
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দিয়েছে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গত সোমবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুর শহরের পৌর ঈদগাঁ মাঠ থেকে সদর উপজেলা লক্ষীপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. আরিফ হোসেন শেখ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে কয়েক শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীসহ বিশাল মিছিল নিয়ে হাসান আলী মাঠে উপস্থিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. আরিফ হোসেন শেখ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমি গর্বিত বাংলাদেশ ছাত্রলীগে নিজেকে সামিল করতে পেরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আমি চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি চাঁদপুর তথা সারা দেশবাসীকে।
৬ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের শোডাউন
Post navigation


