হয়রানির শিকার হলে ‘৯৯৯’ এ ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছবে
………..জাহেদ পারভেজ চৌধুরী
স্টাফ রিপোর্টার
ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে চাঁদপুর পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ধূমপান যেহেতু পাবলিক প্লেসে নিষেধ তাই গাড়ি চালানো অবস্থায় ড্রাইভার বা যাত্রীর ধূমপান থেকে বিরত থাকতে হবে। গতিসীমার উর্ধ্বে গাড়ি চালালে চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা হবে। রাস্তায় চলার সময় তোমরা অবশ্যই সাইনগুলো দেখে চলাচল করবে। তাহলে তুমি অবশ্যই নিরাপদ থাকবে।
তিনি আরো বলেন, আমাদের দেশের বেশিরভাগ চালক প্রশিক্ষিত নয়। তাই দুর্ঘটনা বেশি ঘটে। ট্রাফিক আইন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। ট্রাফিক আইন ভঙ করা যাবে না।
ইভটিজিং সম্পর্কে বলেন, কোন ছেলে তোমাদের উত্যক্ত করলে পুলিশকে জানাবে। তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। তাই তোমরা এ বিষয়টি লুকায়িত রাখবে না। তাহলে ইভটিজাররা আরো বেশি প্রশ্রয় পাবে। তোমরা হয়রানির শিকার হলে ‘৯৯৯’ নম্বরে ফোন করলে দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তপাদারের সভাপতিত্বে এবং এসআই মো. ইসমাইল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা, সার্জেন্ট সুব্রত মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী।
১৬ জুলাই, ২০১৯।