ছেংগারচর মডেল উবিতে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো :

সরকারের জাতীয়করণের তালিকাভুক্ত মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা গতকাল বুধবার সকালে সম্পন্ন হয়েছে। সকাল সোয়া ১০টা থেকে ১০০ নম্বরের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য ৩শ’ ৮৫ জন ফরম গ্রহণ করলেও পরীক্ষা অংশগ্রহণ করে ৩শ’ ৭৫ জন শিক্ষার্থী।

সরকারি বিধি মোতাবেক মেধা তালিকা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধি কোটা, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটাসহ শিক্ষার্থীর জন্য কোটা সংরক্ষণ করা হবে।

ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাজি বেনজির আহমেদ বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ রাখতে পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাছাড়া পরীক্ষার হলে কোন প্রকার অনিয়ম এড়াতে সকল ধরণের ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষার নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা ছিলেন শিক্ষক আবদুল হক খান ও আয়াত আলী।