জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের আরো সোচ্চার হতে হবে :ডা. দীপু মনি এমপি

হাইমচরে ইমামদের সাথে মতবিনিময় সভা

সাহেদ হোসেন দিপু:
হাইমচর ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ইমামদের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমাম তথা আলেম-ওলামাদের আরো সোচ্চার হতে হবে। একটি কুচক্রী মহলের অন্ধ প্ররোচনায় কিছু বিপথগামী ইসলামের নামে জঙ্গিবাদকে উচকে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এদেশের আলেম-ওলামারা সোচ্চার হলে তাদের সেই অপতৎপরতা শেষ হয়ে যাবে।
উন্নয়ন প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে চাঁদপুরে মেঘনা ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, ঘরে ঘরে বিদ্যুৎ ও রাস্তা-ঘাট, কালভার্ট নির্মাণ এবং চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চাঁদপুর মেডিকেল কলেজ হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামি নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপতিত্বে ও ইফা উপজেলা সমন্বয়ক মো. তাজুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির ও সেলিনা আক্তার সেফালি, থানার অফিসার ইনচার্জ শেখ মুহসিন আলমসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহমান ফারুকী।