জমিয়াতুল মোদার্রেছীনের স্মরণ সভা ও মিলাদ মাহফিল

জমিয়াতুল মোদার্রেছীনের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক ও হোসেনপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম গোলাম মাওলার স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসায় জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, অধ্যক্ষ গোলাম মাওলা একজন সাংগঠনিক লোক ছিলেন।

তিনি সংগঠনের কাজে ছিলেন নিবেদিত। আজ আমরা তাকে হারিয়েছি, সংগঠনের এই অভাব পূরণ হবার নয়। আমরা তার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, জমিয়াতুল মোদার্রেছীন মাদ্রাসার জন্য একটি আদর্শ সংগঠন। এই সংগঠনে সারা দেশে যেসব নেতৃবৃন্দ আছেন, এদের সবাই হক্কানী আলেম। যারা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। মাদ্রাসা শিক্ষায় জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা মরহুম মাও. এম এ মান্নানের অনেক অবদান রয়েছে। আজকের এই দিনে আমরা তারও আত্মার মাগফেরাত কামনা করি।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, অধ্যক্ষ এস এম গোলাম মাওলা গত ২৩ জুন রাত সাড়ে ৯টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। এছাড়া তিনি ছিলেন চাঁদপুর জেলা কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং জেলা ওলামা দলের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।