জাতীয় শোক দিবসে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আ.লীগের মিলাদ ও দোয়া


স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট বিকেলে ওয়ারলেস মোড়ে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে কিছু নরপশু নির্মমভাবে হত্যা করেছে। তার দু’কন্যা দেশের বাইরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান। আল্লাহ তায়ালা কাছে তাদের দীর্ঘায়ু কামনা করছি। ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতি হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে গেছে। বিএনপি ও জামায়াত থেকে সব নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. সুলতানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ টুনু, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, মীর্জা মোহাম্মদ সেলিম প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও নিহত তার পরিবারের সবার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার দীর্ঘায়ু কামনার দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়ারলেস বরকন্দাজ বাড়ি জামে মসজিদের ইমাম মাও. দ্বীন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক মিজি, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গাজীসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

২০ আগস্ট, ২০১৯।