জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা

জাতীয় শোক দিবসে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন
……………… অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস ২০২১’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ আগস্ট) ভার্চুয়ালি একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাস, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারীসহ জেলার সব সরকারি দফতরের প্রধান, জেলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের মুখ্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, জাতীয় শোক দিবসের কার্যক্রম সকাল ৮টা ৩০ মিনিট থেকে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু করা হবে।
তিনি বলেন, উপজেলাগুলোতেও একই আদলে কর্মসূচি সম্পন্ন হবে। তিনি আরো বলেন, আমরা জেলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার দিয়েছি, সেসব মানুষদের আমরা শোক দিবসে খাদ্য সহায়তা দেবো। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৩ জন স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে ভার্চুয়ালি আলোচনা ও প্রতিযোগিতা আয়োজন করে দিনটি উদযাপন করবেন। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
সন্ধ্যায় জেলা শিল্পকলার একাডেমির ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জীবন নিয়ে একটি নাটক মঞ্চস্থ হবে। অনলাইনে দর্শকবৃন্দ নাটকটি দেখতে পাবেন।
০১ আগস্ট, ২০২১।