জামায়াতপন্থী প্রার্থীর কারণে বাগাদী গণি উবির ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার
গতকাল ৬ জুলাই চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন তফসিল অনুযায়ী হওয়ার কথা। কিন্তু জামাতপন্থী প্রার্থী হারুনুর রশিদ খন্দকারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার মৌখিকভাবে নির্বাচন স্থগিত করেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল ইসলাম নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৫ মে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ জুন হতে ১৮ জুন মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া হয়। ৮জন অভিভাবক সদস্য, ৩ জন টিআর ও ১ জন সভাপতি মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। ২০ জুন বাছাইয়ের দিন সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। ২২ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় প্রতীক নিয়ে ৭ জন অভিভাবক সদস্য ক্যাটাগরিতে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন।
এদিকে এডহক কমিটি কার্যক্রম পরিচালনার সময় বিদ্যালয়ের শিক্ষার মান অনেকটা পিছিয়ে পড়ে। আর এডহক কমিটি ও অভিভাবক সদস্যদের অদক্ষতার কারণে নির্ভুল ভোটার তালিকা ও অন্যান্য কাজ সম্পন্ন না হওয়ায় নিয়মিত কমিটির নির্বাচনে জটিলতার সৃষ্টি হয়েছে।
নির্বাচন না হওয়ায় অভিভাবক, প্রার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আর যে সকল প্রার্থী নির্বাচনে মাঠে নেমেছে তারাও আর্থিকভাবে ক্ষতি হওয়াসহ হয়রানির শিকার হন। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

৭ ‍জুলাই, ২০১৯।