জিএম ফজলুল হক উবি কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

প্রাথমিক সমাপনী পরীক্ষা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তরপুরচন্ডী ইউনিয়নের মোট ৮টি বিদ্যালয়ের ১শ’ ৯৯ জন শিক্ষার্থী ঐ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৪ জন ছাত্র ও ১শ’ ২৫ জন ছাত্রী। ১ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
চাঁদপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস ঐ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। হল সুপার হিসেবে হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলাউদ্দিন শামীম ও সহকারী হল সুপার হিসেবে মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। এছাড়া ঐ ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মরিয়মুন্নেছা পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
এই কেন্দ্রে তরপুরচন্ডী ইউনিয়নের যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে- উত্তর-পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক স্মৃতি একাডেমী, তরপুরচন্ডী আদর্শ কিন্ডারগার্টেন ও বিসমিল্লাহ একাডেমী।
হল সুপার কাজী আলাউদ্দিন শামীম ও সহকারী হল সুপার মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই নিয়মানুযায়ী এ কেন্দ্রে পরীক্ষাগ্রহণ করা হচ্ছে। ১শ’ ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনচলাচল নিষিদ্ধ করা হয়েছে।