প্রেস বিজ্ঞপ্তি :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে সাথে জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসের শুরুতে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত করা হয় এবং নিহত জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস। তিনি তার বক্তব্যে বলেন, ৩ নভেম্বর মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। ‘৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর বাঙ্গালী জাতিকে নেতৃত্বশূন্য করার অভিপ্রায়ে এই দিনে কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় এই জাতীয় চার নেতাকে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকরা ভেবেছিল জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখবে কিন্তু তারা তা পারেনি। জাতির পিতার এবং শহীদ জাতীয় চার নেতার আদর্শে পথ চলছে বাঙ্গালী, পথ চলছে বাংলাদেশ। পরিশেষে ৩ নভেম্বর জেলহত্যার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) এএম মুস্তাফিজ মিয়া, পরিচালক (প্রশাসন) বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নুরুল করিম নাসিম ও প্রভাষক মাসুদ রানা।
বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ছাত্রী মেরি আখতার ও আইন বিভাগের ছাত্র নাজমুল ইসলাম।
- Home
- প্রথম পাতা
- জেডএইচ সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে জেলহত্যা দিবস উদযাপিত