জেলা আ.লীগ সদস্য হওয়ায় অ্যাড. বদিউজ্জামান কিরণকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সংবর্ধনা

এস এম সোহেল :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদ্যঘোষিত কমিটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সম্মিলিত সাংষ্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ সদস্য মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান ঘাটাস্থ ল’ চেম্বারে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, অ্যাড. বদিউজ্জামান কিরন জেলা আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে কৃতজ্ঞ। আগামি দিনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সংগঠনটিকে আরও সু-সংঘটিত করে জেলায় দৃষ্টান্ত স্থাপন করা হবে। জেলা আওয়ামী লীগের যে কোন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অগ্রণী ভূমিকা পালন করবে। এমনকি আগামি সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্য এ সংগঠন দায়িত্ব ও কর্তব্য পালন করবে।
এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ও সংগঠনের সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর কমিটির সভাপতি ও জেলা কমিটির যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ কর রানা, সাহিত্য সম্পাদক অ্যাড. পলাশ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন সূত্রধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন দিপু, নারী সম্পাদিকা মিলি আফরিন, সদস্য অনিক পোদ্দার, হাসান উল্লাহ, সাখাওয়াত আখন্দ, আল-মামুনসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অ্যাড. বদিউজ্জামান কিরণকে সংবর্ধিত ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।